Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

 

৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদ

ভৈরব, কিশোরগঞ্জ।

সভার কার্যবিবরণ

সভাপতি: জনাব কাইসার আহম্মেদ ভূঞা

সভারতারিখ :

সময়         :

                                                     উপস্থিত সদস্য সংখ্যা-পরিশিষ্ঠ (ক)

অদ্যকার সভ জনাব কাইসার আহমেদ ভূঞা ,চেযারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরাম্ভ করা হয়।পূর্ববতী সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এতে কাহারও কোন প্রকার আপত্তি নাকায় তাহা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয় । সভায় সচিব সাহেব গত --------------------- ইং তারিখে অনুষ্ঠিত উন্মোক্ত সভায় ঘোষিত অত্র ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ ইং অর্থ বচরের বাজেট ইষ্টিমেট অত্র সভায় উপস্থাপন করেন । সে লক্ষে উপস্থিত সদস্যদের  মধ্যে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিশদ আলোচনান্তে জনাব সেলিম আলাদীন ইউপি সদস্য সাহেব জানান যে , উপস্থাপিত বাজেট ইষ্টিমিটের কোন রকম সংশোধণী না থাকায় জনগনের সামর্থের প্রতি লক্ষ্য রেখে আর্থসামাজিক  ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে আগামী ২০১৪-২০১৫ অর্থবছরে সম্ভাব্য আয় ব্যয় ধার্য করে সর্বমোট ৬৮,৯৮,৬০০/- (আটষট্রি লক্ষ আটানববই হাজার ছয়শত ) টাকার বাজেট ইষ্টিমেট অনুমোদন করা হউক । উক্ত প্রস্তাব জনাব আহম্মদ মিয় ইউপি সদস্য সাহেব সর্মথন করায় তাহা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ধার্যকৃত আয় ব্যয়ের বিভিন্ন আইটেম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে বাজেট ইষ্টিমেট অত্র সভায় অনুমোদন করা হয়। 

                                                             বাজেট ইষ্টিমেট নিম্নরুপঃ-             

আয়সমূহ

টাকা

ব্যয় সমূহ

টাকা

১। (ক)বসত বাড়ির মূল্যের উপর কর

৪,২০,০০০

(ক)রাজস্ব :

 

’’                   ’’ বকেয়া

১০,২০,০০০

১.সংস্থাপন

ক)চেয়ারম্যানসদস্যদেরসম্মানী

৫,৬০,৭০০

২। ব্যবসা পেশা জীবিকার উপর কর

৪০,০০০

খ)কর্মকতা কর্মচারীদেও বেতন

৫,১৯,৯৫৮

৩।বিনোদন কর

সিনেমা

-

গ)টেক্স আদায় সংস্থাপন খরচ

৩,৭০,০০০

ইাটক/ অন্যান্য

-

২. আনুষঙ্গিক :

১. স্টেশনারী

৫০,০০০

৪। অন্যান্য / বিবিধ

৫,০০০

২. বিবিধ/ ডাক ও তার

২০,০০০

৫। পরিষদ কতৃক লাইসন্স পারমিট

২০,০০০

খ)উন্নয়ন খাত

ক) কৃষি

২,০০,০০০

৬। ইজার প্রাপ্তিঃ

ক) হাটবাজার

-

খ)স্বাস্থ্য ও প্রয়প্রনালী

২,০০,০০০

খ)ফেরীঘাট

৭০,০০০

গ) যোগাযোগ

২৮,০০,০০০

গ)জলমহাল

-

ঘ)গৃহনির্মান

১,৫০,০০০

৭। মটরযান ব্যতীত অন্যান্য যানবাহন

২,০০০

ঙ)শিক্ষা

২,৫০,০০০

৮। সম্পত্তি হতে আয়

-

গ) টি আর, কাবিখা, এডিপি , অতিদরিদ্র

১০,৭০,০০০০

খ) সরকারি অনুদান :

১. উন্নয়ন :

ক) কৃষি

২,০০.০০০

অন্যান্য :

১.নিরীক্ষা ব্যয

৩০,০০০

খ) স্বাস্থ্য ও প্রয়প্রণালী

৩,০০,০০০

২. উদ্ভদ্বকরণ

৫০,০০০

গ) যোগাযোগ

৫,০০,০০০

৩.বাশেঁর সাকু

৩০,০০০

ঘ)গৃহনির্মাণ

২,০০,০০০

৪.বিদ্যুৎ বিল

৩০,০০০

ঙ) অন্যান্য

২,০০,০০০

৫.আপ্যায়ন

৫০,০০০

২. সংস্থাপন:

ক) চেযারম্যান সদস্যদের সম্মানী

১,৫৫,৭০০

৬. খেলাধুলা

২০,০০০

খ)  কর্মচারীদেও বেতন ভাতা

৩,৪৫,৯০০

৭. ভ্রমন বাতা

৫০,০০০

গ)অন্যান্য

২০,০০০

৮.প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়

৫০,০০০

৩. ভূমি হস্তান্তর কর১%

৩,৫০,০০০

৯. মেরামত ও উন্নয়ন

৩,০০,০০০

গ) স্থানীয় সরকার সূত্রে

১.উপজেলা পরিষদ

ক) টি,আর

২,৫০,০০০

উদ্বৃত্ত

 

৪৭.৯৪২

খ) কাবিখা

৭,৫০,০০০

 

 

 

গ) এডিপি

১০,০০,০০০

ঘ)অতি দরিদ্র

১০,০০,,০০০

২. জেলা পরিষদ

৫০,০০০

৩. অন্যান্য প্রাপ্তি

-

                                    সর্বমোট=

৬৮,৯৮,৬০০

 

                     সর্বমোট  =

৬৮,৯৮,৬০০

       

উল্লেখিত তথ্যাবলি অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হওয়ায় সংশ্লিষ্ঠ কতৃপক্ষের বরাবর অনুলিপি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরজন্য সভার পক্ষ থেকে সভাপতি সাহেবকে অনূরোধ জানানো হয়। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন ।

 

                                                                                                                     

 

                                                                                                                          (কাইসার আহমেদ ভূঞা)

                                                                                                                                   চেয়ারম্যান

                                                                                                                     ৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদ

                                                                                                                           ভৈরব, কিশোরগঞ্জ।