Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

খাল ও নদী

গজারিয়া ইউনিয়নে চার পাশে বয়ে গেছে কিচু নদী ও খাল। নদী গুলো হল মেঘনা ব্রম্মপুত্র এর শাখা প্রশাখা যা অত্র ইউনিয়নে বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে । যা অত্র ইউনিয়নের সুন্দর্য্য বাড়ীয়ে তুলেছে । এই নদী এবং খাল চোট চোট নৌকা ছলাচল করে । এবং বর্ষার সময় নদীর  সুন্দর্য্য অনেক বৃদ্ধি পায় ।

১। কালী নদী : গজারিয়া ইউনিয়নের বৃহত মানিকদী  গ্রামের   পশ্চিম দিকে অবস্থিত ।

২। ঘোড়াওত্রা নদী : বাশগাড়ী গ্রামের দক্ষিনপাশে অবস্থিত।

৩। নওগার খাল :গজারিয়া নামাপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে ।

৪।দরগা বাড়ীর খাল : গজারিয়া ভুইয়া বাড়ীর পাশ দিয়ে বয়ে গেছে ।

৫। মেঘনা নদী গজারিয়া ইউনিয়নের উত্তর পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ।