কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অন্তরগত কালী নদী ও ব্রম্মপুত্র নদীর মাঝ খানে অবস্থিত তার নাম গজারিয়া ইউনিয়ন । উক্ত ইউনিয়নের জনগন অতি সহজেই ভৈরব তথা সারা বাংলাদেশে যোগাযোগ ও চলাফেরা করতে পারে।কারন গজারিয়া ইউনিয়নের ভৌগলিক ও অর্থনৈতিক অবস্থান অনেক ভাল। গজারিয়া ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে চলমান নদী এবং দক্ষিন দিকে ও রয়েছে ছলমান নদী । এবং এই ইউনিয়নের মধ্যে দিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিকমানের পাকা রাস্থা । এই পাকা রাস্থা দিয়ে জনগন অতি সহজেই দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারে ।